নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় ৭ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪ টায় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলরের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
দুর্যোগ ব্যবস্থাপনা ৯ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি বারবার নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগরের এর সভাপতিত্বে আলোচনা সভায় জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও ক্ষয়ক্ষতি রোধ নিয়ে আলোচনা করা হয় ৷
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ৯ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য এই কমিটিকে নিয়মিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কি করনীয় সে বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে ।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা সদস্য গনমাধ্যম প্রতিনিধি সিনিয়র সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, মেয়র প্রতিনিধি জিয়াউর রহমান. শিক্ষক প্রতিনিধি প্রধান শিক্ষক মোসাম্মৎ ফরিদা খাতুন, সরকারি কর্মকর্তা কর্মচারী প্রতিনিধি মোছাম্মৎ লুৎফুন নাহার বিথী, ব্যবসায়ী প্রতিনিধি শেখ রফিকুর রহমান, প্রতিবন্ধী প্রতিনিধি আবু সাঈদ খান চৌধুরী প্রমূখ। সমগ্র অনুষ্ঠান যৌথ ভাবে পরিচালনা করেন রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা ও ৯ নম্বর ওয়ার্ড কমিটির শেখ শফিকুর রহমান পিন্টু।