হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা পৌরসভার জলাবদ্ধতা দূরীকরনের দাবীতে পানিবন্দী মানুষেরা মানববন্ধন

সাতক্ষীরা পৌরসভার জলাবদ্ধতা দূরীকরনের দাবীতে পানিবন্দী মানুষেরা মানববন্ধন

কর্তৃক
০ মন্তব্য 88 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা পৌরসভার জলাবদ্ধতা দূরীকরনের দাবীতে পানিবন্দী মানুষেরা মানববন্ধন কর্মসুচি পালন করেছে। স্থানীয় এলাকাবাসীর আয়োজনে বৃহষ্পতিবার সকাল ১০টায় বদ্দীপুর কলোনীর তিন রাস্তার মোড়ে হাটু পানিতে দাড়িয়ে ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার সম্পাদক ও নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি অ্যাড. ফাহিমুল হক কিসলু, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. আবুল কালাম আজাদ, সাংবাদিক রঘুনাথ খাঁ, গণফোরাম নেতা আলী নূর খান বাবুল প্রমুখ।

বক্তারা এ সময় বলেন, পলিমাটি ভরাট হয়ে বেতনা নদীর তলদেশ উঁচু হয়ে যাওয়া, অপরিকল্পিত মাছের ঘের ও পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় সাতক্ষীরা পৌরসভার বদ্দিপুর কলোনীসহ বিভিন্ন এলাকার মানুষ বছরে প্রায় পাঁচ মাস ধরে পানিবন্দি অবস্থায় থাকে। ফলে এখানকার মানুষের দুর্বিসহ জীবন যাপন করতে হয়। অথচ পানি নিষ্কাশনের জন্য কালভার্ট নির্মাণ ও নর্দমা সংস্কারে পৌরসভায় প্রতি বছর মোটা অংকের টাকা বরাদ্দ হচ্ছে। ওই টাকা এলাকার উন্নয়নের নামে ব্যবহার না হয়ে তা চলে যাচ্ছে পৌরসভার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও কিছু সুবিধাভোগী দালালদের পকেটে।

ফলে বদ্দিপুর কলোনী, তালতলা, বসুতিপাড়া, পশ্চিমপাড়া, সরদার পাড়া, পুলিনপাড়াসহ কয়েকটি অঞ্চল সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায়। বছরে পাঁচ মাস পানিবন্দি থাকতে হয় এ এলাকার মানুষদের। রাস্তার উপর দিয়ে হাটু সমান পানি থাকায় শিক্ষার্থী, চাকুরিজীবি ও বিভিন্ন পেশাজীবি মানুষদের দুর্বিসহ জীবন যাপন করতে হচ্ছে। পানি বন্দী এলাকায় সুপেয় পানির কষ্টের পাশপাশি স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে। এ নিয়ে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পৌরসভা ও পানি উন্নয়ন বোর্ডকে অভিযোগ করেও কোন লাভ হয়নি। বক্তারা জলাবদ্ধতা নিরসনে আগামি পহেলা সেপ্টেম্বর সাতক্ষীরা পৌরসভা ঘেরাও কর্মূসুচিতে সকলের অংশ গ্রহনের আহবান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন