হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা তালায় মসজিদের ভিতরে ভ্যান চালকের মরদেহ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার তালায় মসজিদের ভিতরে সিলিং ফ্যানে ঝোলানো এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ বলছে আত্মহত্যার ঘটনা।

তালা থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, নিহত যুবক আব্দুল জলিল মোড়ল (৪০) তালা সদর ইউনিয়নের আলাদিপুর গ্রামের হারুন অর রশিদ মোড়লের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।

ওসি (তদন্ত) কালাম জানান, ‘তালার জাতপুর-আলাদিপুর বাজার মসজিদের দ্বিতীয় তলায় রবিবার (২৮ মার্চ) রাত ৯ টার দিকে সিলিং ফ্যানে আব্দুল জলিল ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পায়। ঘটনাটি বিকেলে ঘটে থাকতে পারে এবং আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। জলিল একজন মানসিক ভারসম্যহীণ বলে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। (মামলা নং-৫)।’

পিতা হারুন জানান, পরিবারের অনুরোধের প্রেক্ষিতে পুলিশ ময়না তদন্ত ছাড়াই সোমবার দুপুরে লাশ দাফন করতে অনুমতি দেয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন