হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরা জেলায় ‘মাই গভ’ অনলাইন সেবা কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরা জেলায় ‘মাই গভ’ অনলাইন সেবা কার্যক্রমের উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 20 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা জেলায় ‘মাই গভ’ অনলাইন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কার্যক্রমের ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন,অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমম্বয় ও সংস্কার) মিজ জাহেদা পারভীন।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহিম ও যুগ্ন সচিব খোরশেদ আলম খান। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল ইসলাম মইন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, নির্বাহি ম্যাজিস্ট্রেট পলাশ আহদে, প্রনয় বিশ্বাস প্রমুখ। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে মিজ জাহেদা পারভীন বলেন, অনিয়ম ও হয়রানি কমাতে এক ঠিকানায় সকল সরকারি সেবা দেওয়া হবে। ফেস-টু-ফেস সেবাগ্রহীতার সাথে সেবাদাতার কোন সম্পর্ক থাকবেনা। সম্পর্ক থাকবে শুধু অনলাইনে সেবা দেওয়ার।

উল্লেখ্য ঃ দেশের সর্বপ্রথম জেলা হিসেবে এটি সাতক্ষীরায় উদ্বোধন করা হলো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন