হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরা জেলায় বিএনপির কার্যক্রম স্থগিত

সাতক্ষীরা জেলায় বিএনপির কার্যক্রম স্থগিত

কর্তৃক Editor
০ মন্তব্য 20 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা জেলায় বিএনপির সদস্য ফরম বিতরন, কমিটি গঠন ও সম্মেলনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জেলার শীর্ষ নেতাদের সাথে কেন্দ্রীয় সাংগঠনিক টিমের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী তার ফেসবুক পেজে উল্লেখ করেছেন যে, বিএনপি খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাতক্ষীরা জেলা বিএনপির অধীনস্থ সকল ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌর ইউনিটের সকল পর্যায়ের বিএনপি’র সদস্য ফরম বিতরণ ও কমিটি গঠন কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই নির্দেশ যথাযথভাবে পালন করার জন্য দলের সকল পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দকে তিনি অনুরোধ জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক টিমের সিদ্ধান্ত অনুযায়ী সাতক্ষীর চারটি সংসদীয় আসনে সদস্য সংগ্রহ করে সম্মেলনের কথা ছিল। তবে কেউ কেউ সাংগঠনিক টিমের নির্দেশনা অমান্য করে কমিটি দিয়ে দলের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। একারণে সাংগঠনিক টিম জেলার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে সবার কথা শুনে সব ধরনের সম্মেলন ও কমিটি গঠন স্থগিত করেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি রহমতুল্লাহ পলাশ, আহবায়ক সৈয়দ ইফতেখার আলী, যুগ্ম আহবায়ক তারিকুল হাসান, সদস্য সচিব আব্দুল আলিম, যুগ্ম আহŸায়ক মৃণাল কান্তি রায়, আয়নুল ইসলাম নান্টা প্রমুখ।

উল্লেখ্য, এর আগে গত ১৬ জানুয়ারি খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের সিদ্ধান্ত অনুযায়ী জেলা বিএনপির অন্তর্গত ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা বিএনপির সম্মেলন সফল করতে চারটি সাংগঠনিক টিম গঠন করা হয়। একই সঙ্গে সব সম্মেলন শেষে ২৩ ফেব্রæয়ারি সাতক্ষীরা জেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করে সাংগঠনিক টিম। এর মধ্যে সাতক্ষীরা-১ নির্বাচনী এলাকার জন্য জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসান, সাতক্ষীরা-২ এর জন্য জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মৃণাল কান্তি, সাতক্ষীরা-৩ নির্বাচনী এলাকার জন্য জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ও সাতক্ষীরা-৪ নির্বাচনী এলাকার জন্য জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীমকে প্রধান করে চারটি আহবায়ক কমিটি করা হয়। একই সঙ্গে প্রত্যেকটি টিমে জেলা বিএনপির আহবায়ক কমিটি থেকে দুই থেকে তিন সদস্যকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়। পাশাপাশি উপজেলা-পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবরা পদাধিকার বলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সাংগঠনিক টিমের সদস্য মনোনীত করার জন্য বলা হয়।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু স্বাক্ষরিত গত ১৬ জানুয়ারির ওই চিঠিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ২০১৯ সালের ১১ ডিসেম্বর কেন্দ্রীয় বিএনপির নির্দেশে এড. সৈয়দ ইফতেখার আলীকে আহবায়ক এবং আব্দুল আলীমকে সদস্য সচিব করে ৩৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। সেই কমিটির ওপর নির্দেশনা ছিল, তিন মাসের মধ্যে ইউনিট কমিটিগুলো গঠন করে পূর্ণাঙ্গ জেলা কমিটি প্রস্তুত করতে হবে। কিন্তু বিগত পাঁচ বছরেও তা বাস্তবায়ন করতে পারেনি জেলা বিএনপির এই আহবায়ক কমিটি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন