শিবপুর প্রতিনিধি :
বুধবার বিকাল ৫ টার সময় সাতক্ষীরা সদর উপজেলায় শিবপুর ইউনিয়নের সার্কেট হাউজ হইতে কাথন্ডা সড়কের শিবপুর এলাকায় প্রায় ৫ কিলোমিটার জরাজির্ণ রাস্তাসহ ডুবে যাওয়া অংশ গুলি প্ররিদর্শন করেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জি.এম. নুরুল ইসলাম।
অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উর্দ্ধতন সহ-সভাপতি ডাঃ আবুল কালাম (বাবলা), সহ-সভাপতি অধ্যপক মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মশিউল রহমান (বাবু), প্রচার সম্পাদক আরশাফুল কবির (ধনি), কার্য্য নিবাহী সদস্য এস.এম. আবুল কালাম আজাদ, আলহাজ্ব আব্দুল গফ্ফার মুক্ত স্বাধীন প্রত্রিকার সম্পাদক আবুল কালাম, স্থানিয় ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম, মনোরঞ্জন মন্ডল, যুবলীগ নেতা আবুল কাশেম প্রমুখ।
নেত্রীবৃন্দ এলাকার জলবদ্ধতা এবং রাস্থার ডুবে যাওয়া বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন। সাথে সাথে সোনাই বিল, পদ্মবিল, সুধীর বিলে অপরিকল্পত ভারে মৎস্য ঘের করায় প্রায় দেড় হাজার একর রোপনকৃত আমন ধান ক্ষতি হওয়ায় এলাকার কৃষকদের দূরদশা লাঘবের লক্ষে এলকাটি পরিদর্শন করেন।
এ বিষয়ে মানুষের চলাচলের সুবিদার্থে সার্কেট হাউজ হইতে কাথন্ডা সড়কটি আশু সংস্কার ঝিটকী হইতে পদ্দবিলের খালটি প্রসস্থ করা ও বাঁশতলা হইতে বারোপোতা হয়ে সোনাই পর্যন্ত খালটি প্রসস্থ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহনের আহবায়ন জানান। হরিশপুরে ভাঙ্গন কবলিত এলাকায় লাইফ প্রচার করা হয়।
সার্কেট হাউজ-কাথন্ডা সড়কের ডুবে যাওয়া স্থানে এলাকার জনসাধনের সাথে মত বিনিময় করেছেন নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জি. এম. নুরুল ইসলামসহ নেতৃবৃন্দ।