হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের রুহের মাগফিরাত কামনা করে, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা পরিষদ সংলগ্ন প্রয়াত আওয়ামী লীগ নেতা অ্যাড. শেখ শামসুর রহমানের বাসভবনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস এর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদের সঞ্চালনায় সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।

দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনির, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়র মুজিবুর রহমান,সহ-সভাপতি কাজী এরতেজা হাসান, সহ-সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ন সম্পাদক শেখ সাহিদ উদ্দিন, সাহানা মহিদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু, আওয়ামীলীগ নেতা আহম তারেক উদ্দিন, প্রয়াত মুনসুর আহমেদের ছেলে রাজীব আহমেদ প্রমূখ।

বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের রুহের মাগফিরাত কামনা করে এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুর রহমান।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন