নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা উপকূলে বয়েযাওয়া সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্পানের ১৮ দিনেও ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় প্রতিবাদে নৌকাবন্ধন করেছে উপকূলবাসী । আজ দুপুরে গাবুরা ইউনিয়নের বুড়িগোলীনি নদীতে এ নৌকাবন্ধনে শত শত ভুক্তভোগীরা অংশ গ্রহণ করে। এ সময় তাঁরা স্লোগান দেয় ত্রাণ চাই না টেকসই বেড়িবাঁধ চাই। হাজার বজরের বাদাকাটা বসতি টিকিয়ে রাখতে টেকসই বাঁধের বিকল্প নেই। আম্পান সব কিছু লণ্ডভণ্ড করে দিলেও এখনো ঘরে ফিরতে পারিনি উপকূলের বাসিন্দারা । সেনাবাহিনী ১৩ টি বাঁধ নির্মাণের কাজ শুরু করলেও তা শম্বুকগতি। তাই বাধ্য হয়ে প্রতিবাদের নৌকাবন্ধনে উপকূলবাসী।
পূর্ববর্তী পোস্ট
