হোম জাতীয় সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতার অভিযোগে আটক ১

জাতীয় ডেস্ক :

চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচনের সময় সহিংসতার অভিযোগে মো. জামাল উদ্দিনকে (৫০) অস্ত্রসহ আটক করেছে র‌্যাব।

বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে তাকে আটক করে চট্টগ্রাম র‌্যাব-৭।

গত সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়ন ও বাজালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে পৃথক সংঘর্ষে দুজন নিহত হন।

ওই ঘটনায় নিহতরা হলেন নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রিকশাচালক জসিম উদ্দিনের ছেলে তাসিফ (১২) কিশোর ও বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আব্দুর শুক্কুর।

ওইদিন সকাল ১০টার দিকে বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বোর্ড অফিস কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আব্দুর শুক্কুর। পরে তাকে স্থানীয় আশ শেফা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, দুপুর ১২টার দিকে ভোটকেন্দ্র দখল নিয়ে নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মরফলা বোর্ডকেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ায় কিশোর তাসিফ মাটিতে লুটিয়ে পড়লে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন