রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছেন কয়েক হাজার ব্যবসায়ী। গত মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে লাগা আগুনে পুড়ে গেছে তাদের মালামাল। ব্যবসায়ীদের এমন খারাপ সময়ে এগিয়ে এসেছেন অনেকে। তাদের মধ্যে আছেন ক্রিকেট তারকা সাকিব আল হাসানও।
নিজের গড়া সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের অনুদানের ঘোষণা দেন এই বাঁহাতি অলরাউন্ডার। ইফতারির খরচ হিসেবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২০ হাজার টাকা দেন তিনি। মাস্তুল ফাউন্ডেশন গতকাল বুধবার ইফতার করায় ব্যবসায়ীদের। তবে, সাকিবের এমন উদ্যোগে সন্তুষ্ট নন সমালোচকরা। এত বড় একজন ক্রিকেটার হয়েও কেন সাকিব ২০ হাজার টাকা দিলেন, তা নিয়ে সমালোচনায় সরব নেটিজেনদের একাংশ। তাদের পাশাপাশি এবার বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী গণমাধ্যমে জানিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া।
ওই ব্যবসায়ী বলেন ‘বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নাকি ইফতারের জন্য ২০ হাজার টাকা দেবে। ৫ পয়সা কইরাও তো কেউ পাইব না। এক দোকানের ইফতারির পয়সাও না। ও (সাকিক) যদি চায়, আমরা আরও ২০ হাজার টাকা দিয়া ওরে ৪০ হাজার টাকা দেব, ইফতারির জন্য। আমাদের ক্রিটিসাইজ করা হইছে। এতো বড় একটা মাকের্ট, ছয় হাজার দোকান। দুজন কইরা লোক ধরলেও তো ১২ হাজার লোক। এমনও দোকান আছে ৫-৭ জন কইরা কর্মচারী। সাকিবের টাকার মধ্যে থু মারি, থু।’
ওই ব্যবসায়ী আরও বলেন, ‘আজকে তো আমরা রাস্তার ফকির হয়ে গেছি। গত পরশু দিন ২০ হাজার টাকা আমাদের কাছে হাতের ময়লা ছিল। একসময় আমরা মানুষকে কাপড় দিতাম, কিন্তু এখন মানুষের কাছে চাওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে।’