খেলাধূলা ডেস্ক :
টানটান উত্তেজনার ম্যাচে বৃষ্টি আইনে ভারতের কাছে ৫ রানে হেরেছে বাংলাদেশ। এই জয়ে বিশ্বকাপের সেমিফাইনাল অনেকটা নিশ্চিত হয়ে গেছে টিম ইন্ডিয়ার। তবে ঝুলে আছে বাংলাদেশের ভাগ্য। সমীকরণ কঠিন হলেও, এখনও বাংলাদেশের সম্ভাবনা রয়েছে সেমিফাইনালে খেলার। তবে ভারতের বিপক্ষেই বাংলাদেশের জেতা সম্ভব ছিল বলে মনে করেন ভারতের সাবেক খেলোয়াড় বীরেন্দর শেবাগ। তবে ভারতের বিপক্ষে হারের জন্য বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের সমালোচনাও করেছেন তিনি।
ম্যাচের ১২তম ওভারের পঞ্চম বলে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যান সাকিব আল হাসান। সেই ওভারের প্রথম বলেই আফিফ হোসেন আউট হয়ে যাওয়ার পর সাকিবের দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল বলে মনে করেন শেবাগ। আর সে কারণেই সাকিবের সমালোচনা করেছেন ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো এই ওপেনার।
শেবাগ বলেন, ‘অধিনায়কের দায়িত্ব নেয়া উচিত ছিল। আফিফ আগে আউট হয়েছে, সাকিবও একই ওভারে আউট হয়েছে। তারা দ্রুত তিনটি উইকেট হারিয়েছে। অথচ একটা জুটি হলে…এমন নয় যে ৫০ রানের জুটি গড়তে হতো। টি–টোয়েন্টিতে ১০ বলে ২০ রানের জুটিও ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।’
সাকিব আউট হওয়ার পরের ওভারে জোড়া উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। তবে শেবাগ মনে করেন, সাকিবের দরকার ছিল কোহলির মতো শেষ পর্যন্ত ধরে খেলার। তাহলে দলকে জেতাতে পারতেন তিনি। শেবাগ বলেন, ‘আমার মতে, অধিনায়ক ভুল করেছে। সে তো অভিজ্ঞ, কোহলির মতো দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত খেলা উচিত ছিল। দলকে বিপদমুক্ত করা উচিত ছিল, সেটি যেহেতু পারেনি তাই ফালতু কথা বলা উচিত নয়।’
বৃষ্টি নামার আগে বড় রান তাড়ায় ভালোভাবেই ম্যাচে টিকে ছিল বাংলাদেশ। তবে বৃষ্টির পর খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। রান তাড়ার চাপে একে একে উইকেট হারাতে থাকে লাল-সবুজরা। শেষ দিকে ম্যাচে রোমাঞ্চ ছড়ালেও ৫ রানে হেরে যায় টাইগাররা।
