হোম খেলাধুলা সাকিব দুর্দান্ত, তাতে আমাদের কিছু যায়-আসে না: ভারতের কোচ

স্পোর্টস ডেস্ক:

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে খেই হারিয়েছে বাংলাদেশ। টানা দুই ম্যাচে হেরে গেছে। বিশ্বকাপ শুরুর আগ থেকেই দল নিয়ে বিতর্ক তো আছেই, মরার ওপর খাঁড়ার ঘা হয়ে হাজির হয়েছে অধিনায়ক সাকিব আল হাসানের ইনজুরি। নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁ পায়ের উরুর মাংসপেশিতে আঘাত পাওয়ায় ভারতের বিপক্ষে সাকিবকে পাওয়া নিয়ে শঙ্কায় টাইগাররা।

ভারতের বিপক্ষে সাকিব খেলতে পারবেন কি-না, তা ম্যাচের আগের দিনও নিশ্চিত করতে পারেনি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। দলের সেরা তারকাকে এই ম্যাচে খেলাতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে চায় তারা। অন্যদিকে সাকিবও এই ম্যাচে খেলতে মুখিয়ে আছেন। ভারতের বিপক্ষে তার পারফরম্যান্সও দারুণ। প্রতিবেশী দলটির বিপক্ষে নয়টি অর্ধশতক আছে তার।

ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচেও টাইগারদের সেরা পারফর্মার ছিলেন সাকিব। এশিয়া কাপে ভারতকে হারানো সে ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন তিনি। তাই এই মহারণে সাকিবের খেলা না খেলাটা টাইগারদের জন্য বড় ইস্যু।

ভারতের জন্যও সাকিবের থাকা বা না থাকাটা গুরুত্বপূর্ণ হওয়ার কথা। প্রতিপক্ষ সেরা খেলোয়াড় ছাড়া খেলতে নামা মানে তো বিশাল সুবিধার ব্যাপার। কিন্তু ভারত নাকি সাকিবের খেলা বা না খেলা নিয়ে ভাবছেই না! এমনটাই জানিয়েছেন ভারতের বোলিং কোচ পরশ মামব্রে।

বুধবার (১৮ অক্টোবর) ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ভারতের এই বোলিং কোচের কাছে প্রশ্ন রাখা হয়েছিল সাকিবকে নিয়ে। যেহেতু বাঁহাতি স্পিনারদের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানদের রেকর্ড তেমন একটা ভালো নয়, তাই সাকিবকে খেলার কৌশল কেমন হতে পারে?

জবাবে পরশ মামব্রে বলেন, ‘যদি ম্যাচআপের দিকে তাকাই তবে এমন অনেক কিছুই খুঁজে পাওয়া যাবে। “অমুক এর বিপক্ষে দুর্বল, তমুক ওই ক্রিকেটারের বিরুদ্ধে ভালো খেলে, বিশেষ করে বোলারের ক্ষেত্রে। তবে সত্যি বলতে আমরা এই বিষয়ে ভাবিইনি। আমরা জানি, সে ভালো ক্রিকেটার। বাংলাদেশের হয়ে অনেক কিছু করেছে সে। চ্যাম্পিয়ন এক ক্রিকেটার সাকিব। কার্যকরী ব্যাটার, বোলিংটাও ভালো করে। দুর্দান্ত এক ক্রিকেটার। তবে আমাদের তাতে কিছুই যায় আসে না।’

সাকিবকে নিয়ে ভাবুক বা না ভাবুক ভারতীয়রা, তাদের বিপক্ষে পারফরম্যান্সই সাকিবকে নিয়ে কথা বলবে। ওয়ানডেতে ভারতের বিপক্ষে ২২ ম্যাচ খেলেছেন সাকিব। তাতে ৯টি অর্ধশতক হাঁকিয়েছেন। আর বল হাতেও আছে ২৯ উইকেট। চলতি বিশ্বকাপেও ৩ ম্যাচে ৫৫ রান ও ৫ উইকেট শিকার করেছেন সাকিব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন