খেলার সংলাপ :
বেশ কয়েক বছর ধরেই গুঞ্জন চলছে, জাতীয় দলের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার সম্পর্ক ভালো যাচ্ছে না। একে অপরের সঙ্গে কথা বলাও নাকি বন্ধ, যা বিভাজন তৈরি করেছে জাতীয় দলে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বছর তিনেক ধরে সাকিব-তামিমের অন্তরঙ্গতা উবে গেছে। কিন্তু তাদের মধ্যে যে সত্যি সত্যিই ঝামেলা চলছে, তা এতদিন অগোচরেই ছিল। অবশেষে বিষয়টি সামনে এলো বিসিবি সভাপতি পাপনের মুখ থেকে। ক্রিকেটের জনপ্রিয় সাইট ক্রিকবাজের সঙ্গে সাক্ষাৎকারে প্রাণ খুলে কথা বলেছেন তিনি।
ক্রিকবাজের পক্ষ থেকে প্রশ্ন করা হলে পাপন বলেন, ‘তারা (সাকিব-তামিম) মাঠ কিংবা ড্রেসিংরুম, কোথাও কথা বলে না। ড্রেসিংরুমের পরিবেশ খুব খারাপ। তবে এটার কিছুটা উন্নতি হয়েছে। ইংল্যান্ড সিরিজ থেকে আমি অবস্থার আরও উন্নতি চাই, অন্ততপক্ষে ড্রেসিংরুমে হলেও। বাইরে কে কী করবে, সেটা আমার দেখার বিষয় নয়।’
বাংলাদেশের ড্রেসিংরুমকে অস্বাস্থ্যকর বলছেন পাপন। তিনি বলেন, ‘এটা স্বাস্থ্যকর নয়। আমি বিষয়টা আপনাকে নিশ্চিত করে বলতে পারি। এটা (সাকিব-তামিম সম্পর্কের ফাটল) সমাধানের চেষ্টা আমি করেছি। উভয়ের সঙ্গে কথা বলেছি। পরে দেখলাম, এর সমাধান করা এতটা সোজা নয়। এটা আমার পর্যবেক্ষণ।’
এই ঝামেলার সমাধান সহজ নয় জেনে সাকিব-তামিমের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন বিসিবি বস। তিনি বলেন, ‘তাদের মধ্যে কী চলছে, আমরা সেটা জানি না। কিন্তু দুজনকেই একটা বার্তা দেয়া হয়েছে। খেলা চলাকালে কিংবা সিরিজের মাঝে এসব বিষয় সামনে আসতে পারবে না। দুজনেই এ ব্যাপারে নিশ্চিত করেছে।’