হোম আন্তর্জাতিক সাউথ ক্যারোলিনার প্রাথমিক বাছাইয়ে বাইডেনের জয়

সাউথ ক্যারোলিনার প্রাথমিক বাছাইয়ে বাইডেনের জয়

কর্তৃক Editor
০ মন্তব্য 99 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক দলের প্রার্থী বাছাইয়ের প্রাথমিকে জয় পেয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এটি ডেমোক্রেটদের প্রথম প্রার্থী বাছাই পর্ব।

ফলাফল ঘোষণার পর একটি বিবৃতি দিয়েছেন জো বাইডেন। সেখানে তিনি বিশেষভাবে কৃষ্ণাঙ্গ ভোটারদের কথা উল্লেখ করেন। সাউথ ক্যারোলিনায় কৃষ্ণাঙ্গ ভোটারদের ওপরই ডেমোক্রেটদের জয় নির্ভর করে। কারণ এই অঙ্গরাজ্যে ডেমোক্রেটদের একটি উল্লেখযোগ্য অংশ আসে কৃষ্ণাঙ্গ ভোট থেকে।

২০২০ সালে সাউথ ক্যারোলিনার ভোটাররা সমস্ত জনমতকে ভুল প্রমাণ করে আমাদের প্রচারণায় নতুন প্রাণ সঞ্চার করেছেন। এরপর আমাদের জয়ী করেছেন।

২০২৪ সালে এসেও দেখছি সাউথ ক্যারোলিনার জনগণ আবার কথা বলতে শুরু করেছে। এবং আমার বিশ্বাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পথে আবার আপনাদের পাশে পাব এবং জয়লাভ করব। ডেনাল্ড ট্রাম্প হারবেন।

বাইডেন আরও বলেন, আমি যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলাম আমি সে সময় বলেছিলাম যে, ডেমোক্রেটিক পার্টির মেরুদণ্ড পেছনের সারিতে দাঁড়ানোর দিন শেষ। আমি সেই অঙ্গিকার করেছিলাম ও সেই কথা রেখেছিলাম। এখন আপনারাই প্রথম।

ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি গত বছর ক্যালেন্ডার পরিবর্তন করে নিউ হ্যাম্পশায়ারের বদলে সাউথ ক্যারোলিনাকে ডেমোক্রেটিক দলের প্রথম প্রার্থী বাছাই প্রাইমারি হিসেবে নির্ধারণ করে।

নর্থ চার্লেসটন অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক প্রতিনিধি মারভিন পেন্ডারভিস বলেন, ‘‘সবাই সম্ভব এটা ভেবে আশ্চর্য হবেন যে, যখন আমরা জানি সাউথ ক্যারোলিনাতে বাইডেনই প্রার্থী হবেন তাহলে আমাদের এখানে নির্বাচন করা এতটা গুরুত্বপূর্ণ কেন? এর কারণ আমরা প্রথম। এটা আমাদের দলের জন্যও অনেক বড় বিষয় যে কেন সাউথ ক্যারোলিনাকে প্রথমে রাখা হলো। কারণ আমরা ডেমোক্রেটিক দলের প্রতিনিধি। শুধু আমাদের মূল্যবোধের বৈচিত্রের কারণেই নয়, বরং আমাদের দৃষ্টিভঙ্গী ও কিভাবে আমরা একত্রিত হই সে কারণেও। ২০২০ সালেও আমরা বাইডেনকে ক্ষমতায় বসিয়েছি এবারও আমরা তাই করব। পেনডারভিস বলেন।

সাউথ ক্যারোলিনার প্রাইমারি উন্মুক্ত। যে কোন তালিকাভুক্ত ভোটার ভোট দিতে পারেন। যদিও ভোটাররা যে কোনেএকটি প্রাইমারি বেছে নেন ভোট দেয়ার জন্য। হয় ডেমোক্রেটিক নয়ত রিপাবলিকান। ২০১৬ সালের ডেমোক্রেটিক দলের প্রা্ইমারিতে সাউথ ক্যারোলিনার ৩.৩ মিলিয়ন ভোটারের মধ্যে শুধু ১৩ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। সেবার বিপুল ভোটে জয়ী হয়েছিলেন হিলারি ক্লিনটন। অন্যদিকে ২০২০ সালে ভোট দিয়েছেন ১৬ শতাংশ ভোটার।

আগামী ২৪ ফেব্রুয়ারি সাউথ ক্যারোলিনার রিপাবলিকান দলের প্রার্থী বাছাই এর প্রাইমারি অনুষ্ঠিত হবে। যেখানে সাবেক সাউথ ক্যারোলিনা গভর্নর নিকি হ্যালি মুখোমুখি হবেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

বাইডেন সাউথ ক্যারোলিনার জনগণের উদ্দেশ্যে একটি সতর্কবার্তা দিয়ে তার বিবৃতি শেষ করেন। তিনি বলেন, ‘‘ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে উগ্রবাদী ও বিপজ্জনক কিছু মানুষ তৎপর রয়েছে যুক্তরাষ্ট্রে। যারা আমাদের জাতির মধ্যে বিভেদ তৈরি করতে চায় ও যারা আমাদের পেছনের দিকে নিয়ে যেতে চায়। আমরা তা হতে দিতে পারি না। আমরা এই চার বছরে অনেক পথ পাড়ি দিয়ে এসেছি। বর্তমানে যুক্তরাষ্ট্র সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ ও এখানে অনেক বড় দেশের তুলনায় মূল্যস্ফিতি কম। এখন একে এগিয়ে নিয়ে যাওয়ার সময়। আমরা একসঙ্গে যা শুরু করেছিলাম তা শেষ করার সময় ‘’

সূত্র: দ্য গার্ডিয়ান

সম্পর্কিত পোস্ট

মতামত দিন