হোম জাতীয় সাংবাদিকদের কারণেই আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা সম্ভব হয়: ডিবি প্রধান

সাংবাদিকদের কারণেই আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা সম্ভব হয়: ডিবি প্রধান

কর্তৃক Editor
০ মন্তব্য 106 ভিউজ

জাতীয় ডেস্ক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, সাংবাকিদের কারণেই অল্প সময়ে সব ধরনের অপরাধের তথ্য পাওয়া যায়। তারা সমাজের দর্পণ হয়ে কাজ করেন বলেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হয়।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সামনে ‘বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় ডিবি প্রধান বলেন, সাংবাদিকরা এক অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে। পুলিশের একার পক্ষে সব অপরাধ দমন সম্ভবপর হয়ে ওঠে না। এক্ষেত্রে সাংবাদিকদের উপর নির্ভর করতে হয়। তাদের থেকে পাওয়া তথ্য দিয়েই অনেক বড় অপরাধী শনাক্ত হয়।

হারুন বলেন, দেশ গড়ার ক্ষেত্রে সাংবাদিকদের অগ্রগন্য ভূমিকা পালন করতে হবে সব সময়। অপরাধীরা যাতে কোনো ভাবে পার না পায় সেদিকে নজরদারি বাড়ানোরও কথা বলেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন