হোম অন্যান্যসারাদেশ সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে মাগুরা প্রেসক্লাবের মানববন্ধন

মাগুরা অফিস :

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছে মাগুরা প্রেসক্লাব। আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে একাত্বতা ঘোষণা করে অংশগ্রহন করেন শ্রীপুর, শালিখা, মহম্মদপুর উপজেলার সাংবাদিকরা।

এছাড়া সংহতি প্রকাশ করে আবৃত্তি সংগঠন কণ্ঠবীথি, জাসদ ও নানা শ্রেণি পেশার মানুষ। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, জ্যেষ্ঠ সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, শালিখা প্রেসক্লাবের সভাপতি দীপক চক্রবর্তী ও মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি বিপ্লব রেজা বিকো, জেলা ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি প্রমুখ।

বক্তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলন্বে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি ও হেনস্থাকারীদের দ্রæত তদন্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানায়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন