হোম অন্যান্যসারাদেশ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি :

আর্ন্তজাতিক পুরস্কার প্রাপ্ত অনুসন্ধানী নারী সাংবাদিক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে টানা পাঁচ ঘন্টা অবরুদ্ধ করে রেখে শারীরিক ও মানসিকভাবে হেনন্তাকারীদের বিচারে এবং তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে এবং স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুনেচ্ছার পদত্যাগ এর দাবীতে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ঝিনাইদহ শহরের পোষ্ট অফিস মোড়ে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচীর আয়োজন করে ঝিনাইদহ প্রেসক্লাব।

অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন,ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম.রায়হান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি বিমল কুমার সাহা, আমিনুর রহমান টুকু ও এম.সাইফুল মাবুদ,সাবেক সাধারন সম্পাদক নিজাম জোয়াদ্দার বাবলু ও আজাদ রহমান, সিনিয়র সাংবাদিক দেলোয়ার কবির, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সম্পাদক খুরশিদ মোহাম্মদ সালেহ,ঝিনাইদহ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন,ঝিনাইদহ জেলা শাখার সভাপতি সাংবাদিক শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাহী সদস্য শিপলু জামান, মিঠু মালিথা, এম.এ জলিল, জেলা রিপোটারর্স ইউনিটির সহিদুল ইসলাম পল্লব ও অ্যাডঃ সালমা ইয়াসমিন প্রমূখ।

এসময় বক্তারা, রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান জানান। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় সত্য প্রকাশের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে এবং নিপীড়নমূলক বার্তা দিচ্ছে তা দেশের সংবিধান ও স্বাধীনতার চেতনার সম্পূর্ণ পরিপন্থী। বক্তারা দ্রুত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিচারের দাবিও জানান। বক্তারা ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন