ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে একাত্তর টিভির উপজেলা সংবাদ সংগ্রাহক ও বাংলানিউজের জামালপুর প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাগেরহাটের ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। সাংবাদিক নাদিম হত্যাকারীদের গ্রেপ্তার পূর্বক দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেন তারা।
বিবৃতিদাতারা হলেন ফকরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি মান্না দে, সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, সহসভাপতি আহসান টিটু ও শেখ জুলফিকার জুয়েল, যুগ্ম সাধারন সম্পাদক এম জাকির হোসেন ও শেখ সৈয়দ আলী কোষাধ্যক্ষ শেখ খারিব হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম শেখ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক সুমন কর্মকার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দ অনুজ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সুমন দে, নির্বাহী সদস্য মাহবুবুর রহমান দুলু, ফকির দাউদ হায়দার বাবু, শেখ আজমল হোসেন, সদস্য সোনাতন কর্মকার, মিজানুর রহমান লিটন, সাগর মল্লিক এসএ কালাম প্রমূখ।
উল্লেখ্য, বুধবার (১৪ জুন) রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় ১০/১২ জন সন্ত্রাসী নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।