হোম অন্যান্যসারাদেশ সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ ও মানববন্ধন

নড়াইল অফিস:

জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় একাত্তর টেলিভিশনের উপজেলা প্রতিনিধি বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম এর জামালপুর প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) দুপুর ১২ টায় প্রেসক্লাব চত্বরে নড়াইল সাংবাদিক সমাজ এর ব্যানারে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি এই মানববন্ধনে নাদিম হত্যার বিচার চেয়ে বক্তব্য দেন নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাংবাদিক মলয় কান্তি নন্দি, কার্তিক দাস,সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন,সাংবাদিক এড.আলমগীর সিদ্দীকী, বাংলা নিউজ টুয়েন্টি ফোর নড়াইল জেলা প্রতিনিধি এম এম ওমর ফারুক প্রমুখ।

এ সময় বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন