হোম জাতীয় সহকারী অ্যাটর্নি জেনারেলকে হত্যাচেষ্টা: ৫ আইনজীবী রিমান্ডে

সহকারী অ্যাটর্নি জেনারেলকে হত্যাচেষ্টা: ৫ আইনজীবী রিমান্ডে

কর্তৃক Editor
০ মন্তব্য 62 ভিউজ

জাতীয় ডেস্ক:

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হাতাহাতি ও মারামারির ঘটনায় গ্রেফতার ৫ আইনজীবীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার এ রিমান্ড মঞ্জুর করেন।

শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন ফকির সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

রিমান্ডে নেয়া পাঁচ আইনজীবী হলেন: অ্যাডভোকেট কাজী বশির আহমেদ, তুষার, তরিকুল, এনামুল হক সুমন ও ব্যারিস্টার উসমান চৌধুরী।

বিকেলে পাঁচ আইনজীবীকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে শাহবাগ থানা পুলিশ। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার রাতে সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান চৌধুরী সাইফ তাকে হত্যাচেষ্টার অভিযোগে বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে সম্পাদক পদে স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি, বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জনকে আসামি করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন