হোম অন্যান্যসারাদেশ সরকারী পাটকল-চিনিকল বন্ধের প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ-ডিসি অফিস ঘেরাও 

সরকারী পাটকল-চিনিকল বন্ধের প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ-ডিসি অফিস ঘেরাও 

কর্তৃক Editor
০ মন্তব্য 345 ভিউজ
নড়াইল অফিসঃ
সরকারী পাটকল-চিনিকল বন্ধের প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ ও ডিসি অফিস ঘেরাও করেছে। ৭ অক্টোবর বুধবার দুপুরে শিল্পকলা একাডেমী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরম্ন হয়ে জেলা প্রশাসক অফিস চত্তরে ঘেরাও কর্মসুচি পালন করে।
এ সময় বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির নড়াইল জেলা সভাপতি এ্যাড কমরেড নজরম্নল ইসলাম ও সম্পাদক অধ্যাপক আমিরম্নল ইসলাম। বক্তরা বলেন,সরকারের সাথে আছি কিন্ত্ম সীমাহীন দূর্নীতির কারনে একের পর এক পাটকল ও চিনিকল বন্ধ করে দেয়া হচ্ছে। দেশের বন্ধ সকল মিল কলকারখানাকুলে দেয়ার দাবীসহ সকল কর্মূচারীর বকেয়া বেতন পরিশোধের দাবী জানান। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন