হোম জাতীয় সরকারি শূন্য পদে নিয়োগের ব্যবস্থা নিতে বললেন প্রধানমন্ত্রী

সরকারি শূন্য পদে নিয়োগের ব্যবস্থা নিতে বললেন প্রধানমন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 86 ভিউজ

জাতীয় ডেস্ক:

সরকারি চাকরির শূন্য পদগুলোতে নিয়োগের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এমন নির্দেশনা দেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, সরকারি শূন্য পদগুলোতে নিয়োগের ব্যবস্থা নিতে তিনি (প্রধানমন্ত্রী) নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য প্রধানমন্ত্রী সর্বাত্মক প্রচেষ্টা নিতে সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন। বিশেষ করে আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং যে পণ্যের চাহিদা বেড়ে যায়, সেগুলোর সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে।

‘‘আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনের আগে একটি ইশতেহার ঘোষণা করা হয়েছিল। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী ইশতেহারের বিষয়গুলো নিয়ে এখনই কর্মপরিকল্পনা নিতে বলেছেন। সেই কর্মপরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নে মনিটরিংয়ের জন্যও তিনি নির্দেশ দিয়েছেন,’’ যোগ করেন মাহবুব হোসেন।

শেখ হাসিনা কৃষি উৎপাদনের কথাও জানিয়েছেন উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কৃষি উৎপাদন যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেদিকে নজর রাখতে হবে। একই সঙ্গে কৃষিপণ্য সংরক্ষণে সংরক্ষণাগার আরও বাড়াতে বলেছেন।

‘‘স্মার্ট সিটিজেন, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট জনগণ- এই চারটি স্তম্ভকে কেন্দ্র করে সব মন্ত্রণালয়কে পরিকল্পনার পাশাপাশি বাস্তবায়ন করতে হবে। সরকারি ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার কথা ভাবতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। সবাইকে একই নীতি অনুসরণের জন্যও বলেন প্রধানমন্ত্রী। সামাজিক নিরাপত্তা কর্মসূচি যাতে প্রকৃত উপকারভোগীরা পায় সেটি মনিটরিং করতে হবে,’ প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করেন মন্ত্রিপরিষদ সচিব।

‘যেসব প্রকল্প প্রায় শেষ পর্যায়ে, সেগুলো দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন প্রকল্প নেয়ার আগে জনগণের কল্যাণের কথা ভেবে ভালোভাবে পরীক্ষা করতে হবে। সম্ভাব্যতা যাচাই করে যেন প্রকল্প প্রণয়ন করা যায় সেদিকে খেয়াল রাখতে বলেছেন সরকারপ্রধান,’ যোগ করেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন