হোম জাতীয় ‘সম্মিলিত প্রচেষ্টাই মেয়ে শিশুদের প্রতি বৈষম্য দূর করতে পারে’

জাতীয় ডেস্ক :

জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্রিস্টিন রখুস বলেছেন, ‘অনেক কারণেই বাংলাদেশে মেয়ে শিশুরা বৈষম্যের শিকার হয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এ বৈষম্য দূর করতে পারি।’

বুধবার (২৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ‘আমার কন্যা, আমার আগামী’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত ইউএনএফপিএ’র দেশব্যাপী ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ক্রিস্টিন রখুস বলেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাজে নারী ও কন্যাসন্তানের গুরুত্ব তুলে ধরাই ছিল এ ক্যাম্পেইনের উদ্দেশ্য। ক্যাম্পেইনের মূল উদ্দেশ্যকে এগিয়ে নিতে এ বিষয়ের ওপর আলোকচিত্র ও ভিডিওচিত্র প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

আয়োজনে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী, ভিডিও স্ক্রিনিং সেশন, কুইজ সেশন, পুরষ্কার বিতরণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও আর্ট ক্যাম্প, ফটো বুথ, অঙ্গীকার স্বাক্ষর এবং আইডিয়া বক্সের মতো আউটডোর কার্যক্রমও ছিল।

সারা দেশ থেকে জমা পড়া আলোকচিত্র থেকে বিচারক নির্বাচিত সেরা ৫০টি স্থিরচিত্র টিএসসি প্রাঙ্গণে দিনব্যাপী প্রদর্শিত হয়েছে। এছাড়াও নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর প্রদর্শনীও অনুষ্ঠিত হয়েছে।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৩টায় একটি অডিও-ভিজ্যুয়াল পর্বের মাধ্যমে আয়োজনটির উদ্বোধন হয়। এরপরেই ‘ইয়্যুথ ডায়ালগ’ নামে একটি আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত দর্শকরা সরাসরি অতিথিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। আলোচনা পর্ব শেষে বিকেল সাড়ে ৫টায় দর্শকরা একটি মাইম অভিনয় উপভোগ করেন। এরপরই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলোকচিত্র ও ভিডিওচিত্র প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। সবশেষে ‘16 Days of Activism against Gender Based Violence’ পরিকল্পনার উদ্বোধন ঘোষণার মাধ্যমে আয়োজনের পর্দা নামে।

আয়োজনটিতে UNFPA’র সহায়তায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (DUFS), কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (CWFD) এবং নরওয়েজিয়ান এজেন্সি ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন (NORAD )।

আয়োজনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (CWFD) এর এক্সিকিউটিভ ডিরেক্টর মিসেস ল্যাডলি কে ফয়েজ প্রমুখ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন