হোম ফিচার সমাবেশ ও টুকুর গ্রেফতার বিষয়ে ডিএমপি কার্যালয়ে বিএনপি প্রতিনিধি দল

রাজনীতি ডেস্ক :

আগামী ১০ ডিসেম্বর সমাবেশের ভেন্যু ও যুবদল সভাপতি টুকুর গ্রেফতার বিষয়ে আলোচনা করতে ডিএমপি কমিশনারের কার্যালয়ে গেছেন বিএনপির একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আহ্বায়ক আমানউল্লাহ আমান ও আব্দুস সালাম, যুগ্মসচিব মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

রোববার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় প্রতিনিধি দলটি ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়েছে বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে।

এর আগে, গত বৃহস্পতিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা চিঠি নিয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে দেখা করে বিএনপির প্রতিনিধি দল।

সেই দলের নেতৃত্বে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এছাড়াও ছিলেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন