বাণিজ্য ডেস্ক:
বোরো মৌসুমে সমলয় চাষে ১৭ কোটি ৪২ লাখ টাকা প্রণোদনা দেবে সরকার। এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়েছে।
বুধবার (১ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া এমন তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বোরো মৌসুমে সমলয় চাষের জন্য ১৭ কোটি ৪২ লাখ টাকা প্রণোদনা দেয়া হবে। এর মাধ্যমে সারা দেশে ১২২টি সমলয় ব্লক স্থাপিত হবে। প্রতিটি ব্লকের আয়তন হবে ৫০ একর আর খরচে হবে ১৪ লাখ ৩০ হাজার টাকা।
প্রণোদনার আওতায় কৃষকরা বিনা মূল্যে হাইব্রিড বীজ, প্রয়োজনীয় সার পাবেন এবং চারা লাগানো, ফসল কাটাসহ অন্যান্য সহযোগিতা পাবেন বলে জানান কৃষি মন্ত্রণালয়ের এ সিনিয়র তথ্য কর্মকর্তা।
এর আগে গত ১৯ অক্টোবর চলতি বোরো মৌসুমে হাইব্রিড জাতের ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে ১৪ লাখ ৪০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৯০ কোটি টাকার প্রণোদনা দিতে আদেশ জারি করা হয়।