হোম আন্তর্জাতিক সমরকন্দে মুখোমুখি পুতিন-জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক :

মুখোমুখি বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) উজবেকিস্তানের সমরকন্দে শুরু হওয়া দুদিনব্যাপী সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাকে বৈঠকে মিলিত হন এ দুই নেতা।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটা তাদের প্রথম বৈঠক। বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিন জিনপিংকে বলেছেন, মস্কো বেইজিংয়ের ‘এক চীন’ নীতিকে সমর্থন করে এবং তাইওয়ান প্রণালীতে মার্কিন উসকানির বিরোধিতা করে।

পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের ইউনিপোলার বিশ্ব তৈরির চেষ্টা ব্যর্থ হবে। ইউক্রেন সংকটের ক্ষেত্রে আমরা আমাদের চীনা বন্ধুদের ভারসাম্যপূর্ণ অবস্থানকে অত্যন্ত মূল্যায়ন করি। আমরা এই বিষয়ে আপনার প্রশ্ন এবং উদ্বেগ বুঝতে পেরেছি। আজকের বৈঠকে আমরা অবশ্যই আমাদের অবস্থান ব্যাখ্যা করব।’

রয়টার্স জানিয়েছে, বৈঠকে চীনা প্রেসিডেন্ট জিনপিং পুতিনকে তার ‘পুরনো বন্ধু’ বলে অভিহিত করেছেন। এ দুই নেতা বর্তমানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসিও) শীর্ষ সম্মেলন উপলক্ষে উজবেকিস্তানের প্রাচীন সিল্করোড নগরী সমরকন্দে রয়েছেন।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন একটি রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়ক সংগঠন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সম্মেলন শুরু হয়েছে। শেষ হবে শুক্রবার (১৬ সেপ্টেম্বর)।

বিশ্বের প্রধান তিন অর্থনীতির দেশই এসসিও সংগঠনের সদস্য দেশ। দেশগুলো চীন, ভারত ও রাশিয়া। রয়েছে সমৃদ্ধ কাজাখস্তানও। এছাড়া কিরগিজস্তান ও উজবেকিস্তানও এর অংশীদার। আরেক জ্বালানি সমৃদ্ধ দেশ ইরান চলতি বছর প্রথমবারের জন্য সংগঠনে যোগ দিয়েছে।

সম্মেলনের শেষদিন শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসবেন পুতিন। দুই দেশের শীর্ষ নেতার আলোচনায় ভারতের বাজারে রাশিয়ান সারের বাণিজ্যের বিষয়টি থাকবে বলে জানিয়েছে ক্রেমলিন।

রয়টার্স জানিয়েছে, দুই নেতার বৈঠকে ভারতের বাজারে রাশিয়ান সার এবং দ্বিপাক্ষিক খাদ্য সরবরাহের ব্যাপারে আলোচনা করার পরিকল্পনা রয়েছে। দুই নেতা কৌশলগত স্থিতিশীলতা, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিস্থিতি এবং জাতিসংঘ ও জি-২০ এর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়েও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন