স্পোর্টস ডেস্ক:
সুপার সিক্স শুরুর প্রথম কয়েকটা ম্যাচ পর সেরা দুইয়ের লড়াইয়ে বেশ পিছিয়ে ছিল নেদারল্যান্ডস। স্কটল্যান্ড, জিম্বাবুয়ের তীব্র সম্ভাবনার সামনে ডাচদের সেরা তালিকায় রাখা কিছুটা অসম্ভবই ছিল। কিন্তু সেই প্রায় অসম্ভব কাজটাই সম্ভব করে দেখালো স্কট অ্যাডওয়ার্ডসের দল। বাছাইয়ের দ্বিতীয় দল হিসেবে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে জায়গা করে নিল ডাচরা।
স্কটল্যান্ড জিম্বাবুয়েকে হারানোর পরও ডাচদের সামনে সমীকরণ ছিল বেশ কঠিন। স্কটিশদের শুধু হারালেই চলবে না, জিততে হবে ৪৪ ওভারের মধ্যে। এমন ম্যাচে স্কট অ্যাডওয়ার্ডসের দলের লক্ষ্য ২৭৮ রানের। বাস ডি লিডার দুর্দান্ত সেঞ্চুরিতে সেই লক্ষ্যটা ৭ বল আগেই পেরিয়ে গেল নেদারল্যান্ডস। আর তাতে ১২ বছর পর বিশ্বসেরা মঞ্চে জায়গা করে নিল ডাচরা।
বৃহস্পতিবার (৬ জুলাই) বুলাওয়েতে সুপার সিক্সের শেষ ম্যাচে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিতের ম্যাচে স্কটল্যান্ডকে ৪৩ বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়েছে ডাচরা।
