হোম অন্যান্য সব বকেয়া না পেলে ঈদের দিনও শ্রম ভবনের সামনে অবস্থানের ঘোষণা

সব বকেয়া না পেলে ঈদের দিনও শ্রম ভবনের সামনে অবস্থানের ঘোষণা

কর্তৃক Editor
০ মন্তব্য 198 ভিউজ

অনলাইন ডেস্ক:
টিএনজেড গ্রুপের শ্রমিকদের বেতন-বোনাসের জন্য আপাতত ২ কোটি টাকার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। এদিকে সব বকেয়া না পেলে ঈদের দিনও শ্রম ভবনের সামনে অবস্থান করার ঘোষণা দিয়েছেন আন্দোলনর শ্রমিকরা।

শনিবার (২৯ মার্চ) বিকালে শ্রম ভবনে আন্দোলনরত শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে শ্রম সচিব বলেন, ‘আপাতত ২ কোটি টাকার ব্যবস্থা করা হচ্ছে। আগামী ৮ এপ্রিল শ্রমিক নেতাদের সঙ্গে আবারও বৈঠক হবে। মে দিবসের আগেই পুরোপুরি সমাধান করা হবে। সে পর্যন্ত টিএনজেড গ্রুপের পরিচালক শাহীনসহ তিন কর্মকর্তা শ্রম অধিদফতরের হেফাজতে থাকবেন।’

শ্রম সচিবের বক্তব্য প্রত্যাখ্যান করে অ্যাপারেল প্লাস ইকোর শ্রমিক প্রতিনিধি শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ঈদের আগেই সব টাকা পরিশোধ করতে হবে। আমাদের ১৭ কোটি টাকা পাওনার বিপরীতে ২ কোটি টাকা নিলে জনপ্রতি পাবে ছয় হাজার টাকা করে। পুরো বকেয়া পরিশোধ না করলে আজকের পর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’ ঈদের দিনও শ্রম ভবনের সামনে অবস্থান করার ঘোষণা দেন শ্রমিকরা।

আরেক শ্রমিক প্রতিনিধি রেখা আক্তার তিন্নি বলেন, ‘আমাদের সব টাকা পরিশোধ করতে হবে। না হলে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো।’

বকেয়া বেতনের দাবিতে চলমান অবস্থান কর্মসূচির মধ্যেই শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রম সচিব। বিজয়নগরে শ্রম ভবনে শনিবার দুপুর আড়াইটায় শুরু হওয়া বৈঠক চলে বিকাল পৌনে ৫টা পর্যন্ত। বৈঠকে অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেডের শ্রমিক নেতা শহিদুল আলম, রেখা আক্তার তিন্নি ও সত্যজিত বিশ্বাসসহ ১৫ সদস্যের প্রতিনিধিদল অংশ নেন। বৈঠক চলাকালে বাইরে অবস্থান করছিলেন কয়েকশ’ শ্রমিক। বৈঠকের পর শ্রম সচিবের বক্তব্য প্রত্যাখ্যান করে আবারও বিক্ষোভ করছেন শ্রমিকরা।

উল্লেখ্য, বকেয়া বেতন বোনাসের দাবিতে গত ২৩ মার্চ থেকে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন টিএনজেড গ্রুপের তিনটি কারখানার শ্রমিকরা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন