হোম খুলনাযশোর সপ্তপল্লী মহাশ্মশানে ৪ দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

সপ্তপল্লী মহাশ্মশানে ৪ দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

কর্তৃক Editor
০ মন্তব্য 50 ভিউজ

পরেশ দেবনাথ:

কেশবপুরের সীমান্তবর্তী গ্রাম বৃহত্তর নৱনিয়া কালীবাড়ি (অলিপুর) সপ্তপল্লী ভৈরবী তীর্থ মহাশ্মশানের সার্বজনীন ভক্তবৃন্দের উদ্যোগে ২৪ তম ২৪ প্রহর ব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে।

৪ দিন ব্যাপী যজ্ঞানুষ্ঠানের প্রথম দিন অনুষ্ঠানসূচীর মধ্য রয়েছে-মঙ্গলবার (৪ নভেম্বর-২৫) বিকেল থেকে ধর্মীয় গান ও ভজন কীর্তন, ধর্মীয় আলোচনা, মহানামযজ্ঞ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, ভাগবত আলোচনা ও অধিবাস কীর্তন, রাত ১২ টায় শ্রীশ্রী কালী পূজা, পূজারীঃ শ্রী দেবাশীষ চক্রবর্তী। বুধবার ও বৃহস্পতিবার (৫ ও ৬ নভেম্বর-২৫) অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন। শুক্রবার (৭ নভেম্বর-২৫) অষ্টকালীন লীলা কীর্ত্তন।

শনিবার (৮ নভেম্বর-২৫) মহানাম ও লীলা কীর্ত্তন সমাপনান্তে কুঞ্জভঙ্গ, নগর ভ্রমণ ও শান্তি আশির্বাদ, দুপুরে মহাপ্রভুর ভোগ আরাধনা ও মহাপ্রসাদ বিতরণ।

ভাগবত আলোচনায়, অধিবাস কীর্ত্তন ও সেবাইত থাকবেন-শ্রী বিল্বমঙ্গল কৃষ্ণ দাস, সাতক্ষীরা ও শ্রীমৎ আচার্য্য মাধব গোস্বামী, শ্রী রাধা মদন গোপাল সম্প্রদায়, নাংলা আশ্রম। গোবিন্দ মন্দিরের নিত্য সেবাইত থাকবেন-শ্রী অবিনাশ কৃষ্ণ দাস, সপ্তপল্লী ভৈরবী তীর্থ মহাশ্মশান। তাছাড়া মহপ্রভুর মালসা ভোগ প্রণামী ৪০১/ টাকা।

নামসুধা বরিষণে থাকবেন-শ্রী শ্রী কানু গোপাল সম্প্রদায়, মাস্টার বাবু বিমল কৃষ্ণ ঘরামি, পটুয়াখালী। শ্রী শ্রী সচিনন্দন সম্প্রদায়, মাস্টার- বাবু সুমন চক্রবর্তী, কুষ্টিয়া। শ্রী শ্রী জয়গুরু সনাতন সাম্প্রদায়, মাস্টার বাবু সুপ্লব বিশ্বাস, ফরিদপুর। শ্রী শ্রী রাধামদন গোপাল সাম্প্রদায়, মাস্টার-শ্রীমৎ আচার্য মাধব গোস্বামী, নাংলা আশ্রম। শ্রীশ্রী গোকুল কৃষ্ণ সম্প্রদায়, মাস্টার-বাবু গৌতম মন্ডল, গোপালগঞ্জ। শ্রী শ্রী শ্যামা সুন্দর সাম্প্রদায়, মাস্টার-দেবাশীষ বিশ্বাস, সাতক্ষীরা।লীলা মধু বিতরণে থাকবেন-শ্রীমতি কুমারী আশালতা মন্ডল, সাতক্ষীরা। শ্রীমতি কবিতা কৃষ্ণা ঘোষ, ভারত। শ্রীমতি মৌমিতা মন্ডল, মুন্সিগঞ্জ। শ্রীমতি কুমারী নুপুর হালদার নওগাঁ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন