দেবহাটা প্রতিনিধি :
জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শামসুর রহমান (৪৭) নামের এক ব্যাক্তির বাড়িঘরে ভাংচুর চালানোর অভিযোগ উঠেছে তার তিন ভাতিজার বিরুদ্ধে। রবিবার ভোররাতে কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের সন্যাসীরচকে এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী স্থানীয় মাদার গাজীর ছেলে শামছুর রহমান জানান, পিতার মৃত্যুর পর পৈত্রিক জমির ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে তার সহোদর ভাই মহির উদ্দীন গাজীর তিন ছেলে হাসান গাজী (৩৪), হোসেন গাজী (৩২) ও সাইফুল ইসলাম (৩০)’র তাদের বিরোধ চলে আসছে।
এনিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালিস বৈঠক হলেও তাদের দ্বন্দ নিরসন হয়নি। সম্প্রতি সম্প্রতি শামসুর রহমানের পৈত্রিক বসতঘরের পাশেই নতুন ঘর নির্মান করেছেন তার ভাতিজারা। এরপর থেকে শামসুর রহমানকে তার পৈত্রিক বসতঘরের কিছু অংশ ভেঙে নেয়ার জন্য চাপ প্রয়োগ ও হুমকি দিয়ে আসছিল ভাতিজারা। কিন্তু তিনি তার পৈত্রিক বসতঘর ভেঙে নিতে রাজি না হওয়ায় রবিবার ভোররাতে ভাতিজারা অতর্কিত তার বাড়িতে হামলা ও ভাংচুর চালায় বলে অভিযোগ শামসুর রহমানের।
এঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি।