অনলাইন ডেস্ক:
সচিবালয়ের কর্মচারীরা তাদের বিক্ষোভ কর্মসূচিতে সাময়িক বিরতি দিয়েছেন এবং সচিবালয়ের ভেতরে সংবাদকর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
এদিকে, তাদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা করতে কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন দায়িত্বপ্রাপ্ত সচিবরা। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সচিবালয় কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি চলমান ছিল।
পরবর্তীতে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ পূণর্মূল্যায়নের জন্য একটি সচিব কমিটি গঠনের আশ্বাস দেওয়া হলে তারা কর্মসূচি সাময়িক স্থগিত করেন।
কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হলেও সংবাদকর্মীদের ব্যাপারে কোনো আগাম নির্দেশনা ছিল না। কিন্তু আজ সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা সংবাদ সংগ্রহের কাজে এসে সচিবালয়ে ঢুকতে গিয়ে বাধার মুখে পড়েন।
পরবর্তীতে কর্মচারীদের আন্দোলন স্থগিত ঘোষণা করার পর সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়।
কর্মচারীদের সঙ্গে বৈঠকে সচিবরা:
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বেশ কয়েকজন সচিব। সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিকেল পৌনে ৩টায় এ বৈঠক শুরু হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বৈঠকে সভাপতিত্ব করছেন।
সরকারি কর্মচারী সংশোধন অধ্যাদেশ ঘিরে সৃষ্ট জটিলতা নিরসনে ৭ সচিবকে নিয়ে গঠিত কমিটির সঙ্গে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম নেতাদের সঙ্গে বৈঠক চলছে।
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ প্রত্যাহারের দাবিতে আজ টানা চতুর্থদিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সচিবালয়ের কর্মচারীরা।
গত বৃহস্পতিবার ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর প্রস্তাবিত খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর রোববার থেকে তা কার্যকর হয়।
দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টিকারী কর্মচারীদের তদন্ত ছাড়াই দুই দফায় ১৪ দিনের নোটিশে কঠোর শাস্তি দেওয়া যাবে— অধ্যাদেশে এমন বিধান যুক্ত করেছে সরকার।
এই বিষয়টিকে নিবর্তনমূলক উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন কর্মচারীরা।