হোম খুলনাসাতক্ষীরা সখিপুরে আইসক্রিম কারখানায় জরিমানা

সখিপুরে আইসক্রিম কারখানায় জরিমানা

কর্তৃক Editor
০ মন্তব্য 197 ভিউজ
আব্দুল্লাহ আল মামুন দেবহাটাঃ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম (১৯ এপ্রিল) শনিবার দেবহাটা উপজেলার সখিপুর এলাকায় আইসক্রিম কারখানা পরিদর্শন ও জরিমানা করে।ভোক্তা অধিকার-সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে উক্ত বাজার পরিদর্শন করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। এসময় সাথে ছিলেন জেলা পুলিশের একটি ফোর্স টিম ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা।উক্ত এলাকায় কয়েকটি আইসক্রিম কারখানা পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে কাজীমহল্লায় মিঠাই আইসক্রিম ফ্যাক্টরীর পণ্যে উৎপাদন তথ্য না থাকায় আইনের ৩৭ ধারায় ১৫ হাজার টাকা ও দক্ষিণ সখিপুরে নিউ কোয়ালিটি আইসক্রিম ফ্যাক্টরীর নোংরা অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর পরিবেশের কারণে আইনের ৪১ ধারায় ৭ হাজার টাকা মিলে মোট ২২ টাকা জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন