হোম জাতীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি গণফোরামের

সংস্কার শেষে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি গণফোরামের

কর্তৃক Editor
০ মন্তব্য 7 ভিউজ

জাতীয় ডেস্ক:

সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছি গনফোরাম। আজ শনিবার (১৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ শেষে এ কথা জানান দলটির কেন্দ্রীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসিন মন্টু।

তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সিন্ডিকেট, বিচার বিভাগসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। সার্বিকভাবে সরকারকে সহায়তা করা হবে। জাতীয়ভাবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় পাচার হয়ে যাওয়া টাকা ফেরত আনার দাবি জানানো হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া, সংস্কার কমিশনের উদ্দেশ্য সফলে গণফোরামের পক্ষ থেকে লিখিত প্রস্তাব দাখিল করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, শনিবার চতুর্থ দফায় রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংলাপে, গণফোরাম, এলডিপি, জাতীয় গণফ্রন্ট, ১২ দলীয় জোট, জাতীয় মুক্তি কাউন্সিলসহ কয়েকটি দল অংশ নেয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন