হোম ফিচার সংসদ ভেঙে বিএনপির নির্বাচনের দাবি উড়িয়ে দিলেন কামরুল

রাজনীতি ডেস্ক :

সংসদ ভেঙে নতুন নির্বাচন দিতে বিএনপির দাবি উড়িয়ে দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সংসদ বহাল থাকবে এবং তা ভেঙে দেয়ার কোনো সুযোগ নেই।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

কামরুল ইসলাম বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীন এ দেশে আর কোনো নির্বাচন হবে না। অস্তিত্ব টিকিয়ে রাখতে বিএনপিকে আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কূটনীতিকদের হস্তক্ষেপের কঠোর সমালোচনা করে সাবেক এ খাদ্যমন্ত্রী বলেন, সতর্ক না হলে এমন হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন