হোম জাতীয় সংবিধান অনুযায়ী নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর: ইসি রাশেদা

জাতীয় ডেস্ক:

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে একটি অবাধ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। এখানে বিশৃঙ্খলা সৃষ্টির কোন সুযোগ নেই।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ২টায় দিনাজপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে ইসি রাশেদা সুলতানা এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বললেন, আমাদের ওপর কোন চাপ নেই। আমরা কোন চাপে বিশ্বাসী না। নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী নির্বাচন করতে বদ্ধপরিকর।

বিএনপি হঠাৎ মত বদলিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলে নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে সাংবাদিকের এ প্রশ্নের জবাব এড়িয়ে যান কমিশনার। তবে তিনি বলেন, আমরা ইতোমধ্যে আমন্ত্রিত সব দলের সঙ্গে সংলাপ করেছি। আমরা চাই অংশগ্রহণমূলক নির্বাচন।

রাশেদা সুলতানা বলেন, আজকের সভায় চার জেলার প্রশাসনিক কর্মকর্তারা সকলে সুন্দর নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে একজোট ভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সভায় রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার আবু জাফরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ধষ, পুলিশ সুপার গোলাম সবুর, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার সিরাজুল হকসহ বিজিবি, র‌্যাব, উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন