হোম অন্যান্যসারাদেশ সংবাদ প্রকাশের পরে, কপোতাক্ষ চরভরাটি জমিতে প্রশাসনের লাল নিশান

সংবাদ প্রকাশের পরে, কপোতাক্ষ চরভরাটি জমিতে প্রশাসনের লাল নিশান

কর্তৃক
০ মন্তব্য 141 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলার আটঘরা-জেঠুয়া এলাকায় কপোতাক্ষ নদের চরভরাটি জমি দখল নিয়ে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে প্রশাসনের। ইতিমধ্যে চরভরাটি জমিতে প্রশাসনের পক্ষ থেকে উড়ানো হয়েছে লাল নিশানা। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুরে তালা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নির্দেশে খেশরা ইউনিয়নের তহশীলদার গগণ দেবনাথ ও সার্ভেয়ার বরকোতুল্লাহ এ লাল নিশান দিয়ে যায়।

তালা উপজেলার খেশরা ইউনিয়নের তহশীলদার গগণ দেবনাথ জানান, তালা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খন্দকার রবিউল ইসলাম স্যারের নির্দেশে চরভরাটি জমিতে লাল নিশান উড়ানো হয়েছে। তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম জানান, চরভরাটি জমিতে লাল নিশান উড়ানো হয়েছে। কেউ যেনো জমিতে না যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন