হোম খুলনাবাগেরহাট সংখ্যালঘুদের মৎস্যঘের অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবীতে মোংলায় সংবাদ সম্মেলন

সংখ্যালঘুদের মৎস্যঘের অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবীতে মোংলায় সংবাদ সম্মেলন

কর্তৃক Editor
০ মন্তব্য 87 ভিউজ

জসিম উদ্দিন, বাগেরহাট:

সংখ্যালঘুদের মৎস্যঘের জবর দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে মোংলায় সংবাদ সম্মেলন করেছে সংখ্যালগু পরিবার। শনিবার(২০ জানুয়ারী) দুপুরে মোংলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মোংলার মিঠাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাতগরিয়া গ্রামের মৃত বিধান চন্দ্র মৃধার ছেলে উজ্জল মজুমদার মৃধা।

এসময় উজ্জল মৃধা দাবী করেন, তাদের পৈত্রিক মালিকানা প্রায় ৪ একর মৎস্য ঘের ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ওই এলাকার বাসিন্ধা মো: কালাম শেখের অনুকূলে ধান ও মৎস্য চাষ করার জন্য লিজ প্রদান করা হয়। চুক্তি শেষে আমরা পৈত্রিক সুত্রে মালিকানা ওই মৎস্য ঘেরে ২০২১ সালে মাছ চাষ করিতেগেলে আমাদেরকে মারধর করিয়া ঘের থেকে তাড়িয়ে দেয় দখলবাজরা। এর পর ভুমি দস্যু কামাল শেখ মৎস্যঘেরটি জবরদখল করে রাখেন। এর পর এক বছর পর ২০২২ সালে আমরা মোংলা থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করি। থানা পুলিশ উভয় পক্ষের কাগজ পত্র উভয়ের কাগজপত্র দেখে আমাদেরকে মোংলা থানা পুলিশ শান্তিপূর্ণভাবে ঘেরে মাছ চাষ করতে অনুমতিদেন। এর পর আমরা ২০২২ ও ২০২৩ সালে তাদের ঘের শান্তিপূর্ণভাবে ভোগ দখল করিয়া আসিতেছিলাম। কিন্তু দুঃখজনক ২০২৪ সালে একটি ভুয়া চুক্তিপত্র দেখিয়ে পূর্ণরায় তাদের ঘের জবরদখলের চেষ্টা করে কালাম গ্রুপ। ওই ঘের দখলে রাখতে উজ্জল মৃধার পরিবারকে খুন, গুম,জখমসহ বাড়িঘরে আগুন জ্বালিয়ে দিবে বলে হুমকি ধামকি দিচ্ছেন দখলবাজরা।

সংবাদ সম্মেলনে উজ্জলমৃধা দাবি করেন, কালাম শেখ এবং তার সন্ত্রাসীদের ভয়ে বর্তমানে তারা ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন । এ জন্য ওই সংখ্যালগু পরিবার মৎস্যঘের ও জানমাল রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন