হোম অন্যান্যসারাদেশ শ‌্যামনগরে সাংবাদিকদের ওপর অবৈধ দখলদার চক্রের হামলা

এম. জুবায়ের মাহমুদ, শ‌্যামনগর (সাতক্ষীরা) :

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অবৈধ দখলদার চক্রের হামলার শিকার হয়েছেন কয়েকজন সাংবাদিক। আজ দুপুরে শ‌্যামনগর উপজেলার নওয়াবেঁকী বাজারে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নওয়াবেঁকী বাজারে পানি উন্নয়ন বোর্ড ও সরকারি পেরিফেরিভুক্ত জমিতে অবৈধ স্থাপনা নির্মান করেছিল একটি চক্র। খবর পেয়ে সুন্দরবন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ বেলাল হোসেন, দৈনিক সুপ্রভাত প্রতিনিধি আশিক হোসেন ও সংকল্প নিউজের প্রতিনিধি এম. জুবায়ের মাহমুদ ঘটনাস্থলে পৌঁছে তথ‌্য সংগ্রহ, স্থির চিত্র ওভিডিও চিত্র ধারনের চেষ্টা করে। এসময় প্রাক্তন ইউপি মেম্বার বিড়ালক্ষী গ্রামের বাসিন্দা তোফাজ্জেল হোসেন ও তার পুত্র আসাদুজ্জামান ক্যাপ্টেন, মোল্লা জামাল উদ্দীন, আবু সাঈদ, আব্দুল্লাহ আল মামুন সহ সঙ্ঘবদ্ধ দলটি সাংবাদিকদের ওপর হামলা করে। এক পর্যায়ে হামলাকারীরা সাংবাদিকদের ব‌্যবহৃত ক‌্যামেরা, মোবাইল ফোন ভাংচুর করে। স্থানীয় বাজারের লোকজন হামলাকারীদের কবল থেকে সাংবাদিকদের উদ্ধার করে নিয়ে আসে। এঘটনায় এম. জুবায়ের মাহমুদ বাদী হয়ে শ‌্যামনগর থানায় একটি মামলা করেছেন।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন