হোম অন্যান্যসারাদেশ শ্রীমঙ্গলে ট্রেনে কাটা যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগান এলাকা থেকে ট্রেনে কাটা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল রেলওয়ে থানা।

শনিবার (৬ জানুয়ারি) ট্রেনে কাটা পড়ে ওই যুবক নিহত হয়েছে বলে রেলওয়ে পুলিশের ধারণা।

শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহতের নাম শিপন দেবনাথ। সে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া গ্রামের সুনীল দেবনাথের ছেলে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপপুলিশ পরিদর্শক মো. কামাল উদ্দিন জানান, বিকেল সাড়ে ৩টার দিকে রেলওয়ে পুলিশ যুবকের মৃতদেহ উদ্ধার করে আজ সন্ধ্যায় মৌলভীবাজার মর্গে প্রেরণ করে। এ বিষয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন