হোম অন্যান্যসারাদেশ শ্যামনগরের গাবুরায় লেবুবুনিয়ার রিংবাঁধ ভেঙে আবারো প্লাবিত

শ্যামনগরের গাবুরায় লেবুবুনিয়ার রিংবাঁধ ভেঙে আবারো প্লাবিত

কর্তৃক
০ মন্তব্য 119 ভিউজ

মধুসূদন মন্ডল,শ্যামনগর (সাতক্ষীরা) :
আম্ফান প্রভাবিত সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ১২ নং গাবুরা ইউনিয়নের লেবুবুনিয়ার রিংবাঁধ ভেঙ্গে আবারো কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।নতুন রিংবাঁধটি ভেঙ্গে ১,২,৪ ও ৮ নং ওয়ার্ড এলাকাগুলো লোনা পানিতে প্লাবিত হয়েছে।গাবুরার লেবুবুনিয়া বেড়ীবাঁধ নির্মাণ করা না গেলেও তাত্ক্ষণিকভাবে রিংবাঁধ দিয়ে লোনা পানি আটকানো সম্ভব হয়েছিল।

কিন্তু দ্রুত টেকসই বেড়ীবাঁধ নির্মাণ না করার কারণে রিংবাঁধটি ভেঙ্গে লেবুবুনিয়া সহ গাবুরা দক্ষিণ পাড়া,গাইনবাড়ি,গাইনবাড়ি প্রাইমারী স্কুল ও গাইনবাড়ি হাইস্কুল এলাকা সম্পূর্ণ প্লাবিত হয়।আম্ফান পরবর্তীকালে রিংবাঁধ দিয়ে নদীর লোনা পানি আটকানো সম্ভব হলেও পুরা গাবুরা ইউনিয়ন এখনো স্বাভাবিক হয়নি।

আজ আবারো গাবুরা ইউনিয়নে খোলপেটুয়া নদীর রিংবাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে।পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতোলা সহ আরও ২ স্থানে ভাংঙ্গনের তীব্রতা দেখা দিয়েছে।এছাড়া বুড়িগোয়ালিনী ইউনিয়নের পূর্ব দূর্গাবাটী ও দাতিনাখালীতে রিংবাঁধ উপচে পানি প্রবেশ করছে।প্রয়োজনীয় আশু ব্যবস্থা গ্রহনের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন এলাকার ক্ষতিগ্রস্ত সাধারণ জনগন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন