হোম খুলনাসাতক্ষীরা শ্যামনগরে সরকারি বেসরকারী কর্মকর্তার সাথে সিসিডিবির এডভোকেসি সভা

শ্যামনগরে সরকারি বেসরকারী কর্মকর্তার সাথে সিসিডিবির এডভোকেসি সভা

কর্তৃক Editor
০ মন্তব্য 9 ভিউজ
সংকল্প ডেস্ক:
শ্যামনগরে সিসিডিবির সাথে সরকারি বেসরকারি সংস্থার সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।( ২৪ নভেম্বর)  রবিবার দুপুর ২ টায় শ্যামনগর উপজেলা হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের এবং পিসিআরসিবি ফেইজ-২ এর অধীনে সরকারি বেসরকারি সস্থার সাথে সিসিডিবি এর জলবায়ু ও দুর্যোগ মকাবেলার এ্যাপ্রোচ বিষয়ে মতবিনিময়য় সভা অনুষ্ঠিত হয়। মতাবিনিময় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুকি এর প্রতিক্রিয়া এবং স্থানীয় পর্যায়ে অভিযোজন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
এনজিও সমন্বয়ক গাজী আল ইমরান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী  কর্মকর্তা রনি খাতুন। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা,মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার,যুবুন্নয়ন কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, সহকারি পরিচালক সিপিপি, সরকারী দপ্তরের প্রতিনিধিবৃন্দ, চেয়ারম্যান গাবুরা এবং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ, সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ, সিসিআরসি ও ডাবলুডিএমসি এর সদস্যবৃন্দ এবং সিসিডিবির প্রকল্প ব্যবস্থাপক এস এম মনোয়ার হোসেন, উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস সহ অনেকে।
সভায় উপস্থিত বলেন বর্তমান পরিস্থিতিতে স্থানীয় কমিউনিটিগুলোকে দুর্যোগ তথা জলবায়ু সহনশীল করে তোলা অত্যন্ত জরুরী। তাই সিসিডিবি এর সিসিআরসি এ্যাপ্রোচ ব্যাবহার করে ওয়ার্ড দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সক্ষমতা উন্নয়নে কিভাবে জলবায়ু ও দুর্যোগ সহনশিল জনগোষ্ঠী তৈরি করা যায় সেবিষয়ে উপস্থিত সবাই পরামর্শ প্রদান্সহ সহমত ব্যাক্ত করেন। বিশেষ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উল্লেখিত আপ্রোচ এবং বাস্তবায়িত কাজ সমূহকে সাধুবাদ জানান এবং মৎস্য বিষয়ে কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন