হোম অন্যান্যসারাদেশ শ্যামনগরে মৎস্য ঘের পুকুর ও বাড়িতে মিলল রাস্তার চোরাই ইট

শ্যামনগরে মৎস্য ঘের পুকুর ও বাড়িতে মিলল রাস্তার চোরাই ইট

কর্তৃক
০ মন্তব্য 114 ভিউজ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

বাংলাদেশ সরকারের এল.জি.ই.ডি এর অধীনে শ্যামনগরের আবাদচন্ডীপুরে রাস্তার উন্নয়নের কাজের চুরিকৃত ইট গোলাম সরদারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে।স্থানীয়রা জানান, আবাদচন্ডীপুরে রাস্তার চলমান ডাব্লিউবিএম এর কাজ করার জন্য ঠিকাদারের আনায়নকৃত ইট চুরি নিয়ে কৌতুহলের জন্ম নেয়। মেসার্স আব্দুর রাজ্জাক ঠিকাদার গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনগণ, মিস্ত্রী, রোলার ড্রাইভার, লেবার ও ঠিকাদার কর্তৃপক্ষের উপস্থিতিতে স্থানীয় মৃতঃ ওসমান সরদারের পুত্র গোলাম সরদারের পুকুর ও বাড়ি থেকে তল্লাশি চালিয়ে রাস্তায় ব্যবহারিত মালামাল এর ব্যান্ড ইট (সাকিব) ও ৭শত ইট ও ৩শত ইটের খোয়া উদ্ধার করা হয়। পরবর্তীতে পুনরায় গোলাম সরদারের পুত্র আসাদের মৎস্য ঘের থেকে প্রায় দেড় হাজার ইট উদ্ধার করা হয়। গোলাম সরদার সরকারি রাস্তার ইট চুরি করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্ঠি হয়ে ধিক্কারের ঝড় বইছে। আবাদচন্ডীপুরের সর্বস্তরে ইট চোর গোলাম নামে মুখরোচক গল্প শুরু হয়েছে। গোলাম সরদার জানান- চুরি নয়, সরকারি ইট তার পুকুরে, বাড়িতে ও বাড়ির পথে ইটের খোয়া চেয়ে নিয়েছিলাম, উহা উদ্ধার হলে আমি ন্যায্য মূল্য দিতে চাওয়ায় ঠিকাদারের ছেলে রাজু গ্রহণ করেননি। ঠিকাদারের ছেলে রাজু জানান, সরকারি রাস্তা নির্মাণে আশাতীত ইট কম পড়ায়, এলাকায় ইট গ্রহণ কারীদের ইট বের করার বার বার তাগিদ দেওয়া সত্বেও তারা বের করে দেয়নি। ফলে কয়েক জায়গায় উদ্ধার কার্য্যক্রম করে গোলাম সরদারের বাড়ি থেকে ইট ও খোয়া উদ্ধার হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন