শ্যামনগর সংবাদদাতা :
বাংলাদেশের সর্ব দক্ষিণে সুন্দরবনের কোল ঘেষে অবস্থিত শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ সাধু পাড়ার গুরু আশ্রমে মহা ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীনতার প্রতিমূর্তি পরমারধ্যতম গুরুদেব শ্রী শ্রী রতিকান্ত প্রভুর শিষ্যদের উদ্যোমে ১৪ই মার্চ রবিবার সকাল ১১ টায় শ্রী শ্রী রতিকান্ত প্রভুর বাংলাদেশের হাজার হাজার শিষ্যদের সমন্বয়ে একটি মঙ্গল শোভাযাত্রা গুরু আশ্রয় থেকে বেরিয়ে মুন্সিগঞ্জ বাজার, হরিনগর শ্রী শ্রী কৃষ্ণ মন্দির প্রদক্ষিণ শেষে গুরু আশ্রয়ে এসে মিলিত হয়।
এসময় হাজার ভক্তের মাঝে গীতা দানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এবং গীতা পাঠ, ধর্মীয় সংগীত, কীর্তন গান ও ভগবত আলোচনা হয়। ধর্মীয় সংগীত পরিবেশন করেন বনলতা সেন, তাপস কুমার, তৃপ্তি রানী সহ বরিশালের তৃষ্ণা রানী, কৃর্তীন পরিবেশন করেন ভারতের নবদ্বীপ থেকে আগত বিন্দাদেবী গোস্বামী ও ভগবত আলোচনা করেন গোপাল দাস, তাপস দাস।
উক্ত মহা সম্মেলনে আগত ভক্তদের সাদুবাদ জানান গুরুদেব শ্রী শ্রী রতিকান্ত প্রভুর পুত্র শ্রীমান ঠাকুর দাস অধিকারী, শ্রীমান জগন্নাথ দাস, শ্রীমান হরপ্রসাদ দাস অধিকারী, শ্রীমান দামোদর দাস। এছাড়াও ১৫ মার্চ থাকছে মহা নাম যজ্ঞ। মহা নাম যজ্ঞানুষ্ঠানের আপনার স্ববান্ধোবে আমন্ত্রিত।