হোম অন্যান্যসারাদেশ শ্যামনগরে গাঁজাও ইয়াবা উদ্ধার আটক-৬

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগরে ১ কেজি গাঁজা ১০পিচ ইয়াবা উদ্ধার সহ ৬ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে তাদের থানা এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।

আটককৃতরা হল শ্যামনগর থানার শৈলখালী এলাকার মৃত বরাদা কান্ত হাবলিয়ার ছেলে রঞ্জন হাবলিয়া ওরফে বোতল(৪০), কৈখালী এলাকার খলিল মল্লিকের ছেলে মোঃ আনিছুর মল্লিক (২৬), একই এলাকার আব্দুর ছাত্তারের ছেলে মোঃ আব্দুল্লাহ্ আল-মামুন (২৮), শৈলখালী এলাকার সাঈদ মোল্লারর ছেলে মোঃ শাহিনূর মোল্লা (২২), যাদবপুর এলাকার আমজাদ সরদারের ছেলে মোঃ নাজমুল সরদার (৩৫)ও গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী ঝাপালিয়া এলাকা মৃত মুনছুর আলী সানার ছেলে মোরসালিন (৩৬)।

শ্যামনগর থানা পরিদর্শক কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, আটকৃত ৫ মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সকালে আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠনো হয়েছে

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন