আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে মাতৃত্ব-কালীন ভাতাভোগিদের মাঝে ভাতার টাকা প্রদান করা হয়েছে। ইউনিয়ন পরিষদ হল রুমে এ টাকা বিতরণ করা হয়। শোভনালী ইউনিয়ন পরিষদের ৫, ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ৪৭ জন ভাতাভোগিকে প্রত্যেককে ৩ মাসের ভাতা বাবদ ৭ হাজার ২ টাকা করে প্রদান করা হয়।
ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংক এর মাধ্যমে ডিজিটাল সেন্টার থেকে মাতৃত্বভাতা প্রদান করা হয়। ভাতা প্রদানের উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়ে হোসেন। এসময় ইউপি সদস্য উদয় কান্তি বাছাড়, ইউপি সদস্য আজিজুল রহমান ও মহিলা মেম্বার পূর্ণিমা রানী প্রমুখ উপস্থিত ছিলেন।