হোম অন্যান্যসারাদেশ শোডাউন করে মনোনয়নপত্র জমা নয় : ইসি

অনলাইন ডেস্ক :

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল)। এ দিন যারা মনোনয়নপত্র জমা দিবেন, তারা কোনো ধরনের শোডাউন করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়েছে।

ইসি বলেছে, মনোনয়নপত্র দাখিলের সময় কোনো ধরনের শোডাউন করা যাবে না। পাশাপাশি পাঁচ জনের বেশি নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৭ এপ্রিল বৃহস্পতিবার এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র দাখিলের সময় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক দল বা কোনো প্রার্থীর পক্ষে কোনো সংস্থা বা প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন নির্বাচন আচরণবিধি ভঙ্গ করলে কমিশন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, গাজীপুরে আগামী ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৮ মে এবং প্রতীক বরাদ্দ হবে ৯ মে।

আগামী ২৫ মে ইভিএমের মাধ্যমে এই সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন