শৈলকুপা (ঝিনাইদহ) :
“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যে ঝিনাইদহের শৈলকুপায় ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় শৈলকুপা উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন ঘোষণা করা হয়। শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন প্রমুখ।
এর আগে স্বাগত বক্তব্য দেন শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু। প্রধান অতিথির বক্তব্যে ভাইস চেয়ারম্যান বলেন, কৃষিতে বাংলাদেশ এখন বিশ্বের একটি সফল রাষ্ট্র। কৃষিতে সরকারের অভুতুপূর্ব সফলতার কারণ হলো কৃষকদের মাঝে স্বল্পমুল্যে কৃষি উপকরণ সঠিক সময়ে পৌছে দেওয়া এবং সমবন্টন করা। সারের জন্য এই সরকারের আমলে কৃষকেরা আর গুলি খেয়ে মরে না।
তাই কৃষিতে দ্রুত এগিয়ে যাচ্ছে দেশ। আলোচনা শেষে ৩দিন ব্যাপি এ কৃষি মেলা আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারমম্যান জাহিদুন্নবি কালু। এর পরে কৃষি উন্নয়ন প্রকল্পের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সন্তোস প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। এবারের মেলায় অংশগ্রহণ করেছে উপজেলা কৃষি উন্নয়ন প্রকল্পের ১২টি স্টল।