শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :
পাহাড়ে সমতলে অব্যাহত ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের শৈলকুপায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকালে উদীচির শৈলকুপা শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে উদীচির অর্ধশতাধিক সদস্যরা এ সমাবেশে অংশ নেয়।
সমাবেশে কুষ্টিয়ার বাঁশগ্রাম কলেজের সহকারি অধ্যাপক বিরেন কৃষ্ণ বিশাসের সভাপত্বিতে ও কেন্দ্রীয় আইনজীবি সনদ অধিকার অন্দোলনের সমন্বয়ক সুজন বিশাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উদীচির জেলা সভাপতি কে এম শরীফ, যুব ইউনিয়নের জেলা সভাপতি আবু তোয়াব অপু, উপজেলা শাখার উপদেষ্টা স্বপন বাগচী ও প্রভাষক শাহাদত হোসেন প্রমুখ। বক্তারা, নারী নিপীড়ন ও ধর্ষণ বিরোধী বিশেষ ট্রাইব্রনাল গঠন করে বিচারের দাবি জানান।