হোম অন্যান্যসারাদেশ শৈলকুপার পৌর এলাকায় বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত

শৈলকুপার পৌর এলাকায় বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 118 ভিউজ

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকায় বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে শৈলকুপা থানার আয়োজনে পৌর এলাকার খুদেমোড় সংলগ ১নং বিটে ১, ২ ও ৩ নং ওয়ার্ড নিয়ে এ বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। থানার এসআই শামসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র কাজী আশরাফুল আজম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২নং ওয়ার্ডের প্যানেল মেয়র মোঃ রাকিবুজ্জামান, নারী নেত্রী রুপা খাতুন প্রমুখ। অন্যান্যদের মধ্যে থানার এএসআই শাহাবুদ্দিন পিপিএম সহ পৌর এলাকার দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর ছাত্রলীগের সভাপতি মহিদুল ইসলাম মন্নু। বক্তারা মাদক-সন্ত্রাস, ভূমিদস্যু, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রেমের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিমূলক বক্তব্য রাখেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন