হোম ফিচার শেহনাজকে কটাক্ষের হাত থেকে বাঁচালেন সিদ্ধার্থ!

বিনোদন ডেস্ক :

শেহনাজ গিল। বর্তমানে চর্চিত নাম হয়ে উঠেছে বলিউডে। বড় বড় তারকাদের সঙ্গে তার আনাগোনা। তবে তার থেকেও বেশি আলোচনায় রয়েছেন সালমান খানের পার্টিতে এসে তাকে জড়িয়ে ধরে ছবি তোলা প্রসঙ্গে। সেই ভিডিও এখন নেটমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। যদিও এই ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ শেহনাজকে কটাক্ষ করতে উঠেপড়ে লেগেছেন।

এবার ঈদের পার্টিতে শেহনাজের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া নিয়ে বলিউড সরগরম। উভয়ের মধ্যে কি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে? এই প্রশ্ন এখন সবার।

এ প্রশ্ন আসবে না-ই বা কেন? সালমান খান নিজেই শেহনাজকে গাড়ি পর্যন্ত ছাড়তে গিয়েছেন। এই আনন্দে আত্মহারা ছিলেন অভিনেত্রী নিজেও। পাপারাৎজির সামনেই বলিউডের সুলতানকে জড়িয়ে ধরে চুমু খেয়ে ফেলেন তিনি। কেউ কেউ তাকে ‘সুযোগসন্ধানী’ বলেও অপমান করলেন। সিদ্ধার্থের কথা মনে করে দিতে উঠেপড়ে লাগলেন ‘সিডনাজ’ ভক্তরা।

কারও ধারণা, সিদ্ধার্থের মৃত্যুর পর সালমানের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন শেহনাজ, যাতে কাজ পাওয়া যায়। এক দল মানুষ আবার দুই শিল্পীকে ‘মত্ত’ বলে গালিগালাজ করতে লাগলেন। তাদের মতে, দু’জনেই মদ খেয়ে আছেন বলে একে অপরের গায়ে পড়ছেন।

এই পরিস্থিতিতে সিদ্ধার্থের কয়েক জন অনুরাগী শেহনাজকে একটি পুরনো টুইটের কথা মনে করে দিলেন। ২০১৫ সালে সিদ্ধার্থ লিখেছিলেন, ‘একজন নারীর সম্পর্কে কোনো গুজব রটলে সর্বদা সচেতন থাকা উচিত। কারণ এই রটনা হয় কোনো পুরুষ করেন যিনি সেই নারীকে পাননি বা কোনো নারী করেন যিনি ওই নারীর সমতুল্য নন’। সিদ্ধার্থের ভক্তরা এই টুইট সামনে এনে শেহনাজকে ভরসা দিলেন। যেন বোঝাতে চাইলেন সিদ্ধার্থ তার সঙ্গেই আছেন। সালমানের সঙ্গে সম্পর্ক নিয়ে যাবতীয় কুমন্তব্যের বিরুদ্ধে সিদ্ধার্থের টুইটই যেন একমাত্র জবাব।
সূত্র: আনন্দবাজার

সম্পর্কিত পোস্ট

মতামত দিন